Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৩\'শ গণশিক্ষা স্কুল উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৯ ডিসেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩০০ টি শিখন কেন্দ্র (গণশিক্ষা স্কুল) একযোগে উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মৌলভীবাজার এর পরিচালনায়, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াফ এর বাস্তবায়নে মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর আওতায় এ গণশিক্ষা স্কুলের উদ্বোধন করা হয়।

সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে একযোগে এসব স্কুলের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।

ওয়াফ এর নির্বাহী পরিচালক মো. আব্দুল মালিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক আমিরুল কবীর, রহিমপুর ইউপি ইউপি সদস্য মো. মুজিবুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল রহিম, প্রোগ্রাম সমন্বয়কারী জগদীশ চন্দ্র দত্ত, সুপারভাইজার আলমগীর হোসেন, মো. মাহমুদর রহমান, আমির আলী খান, আতিকুর রহমান, সাইফুদ্দীন সেলিম, রুমান আলীসহ কেন্দ্রের শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশের নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নির্দেশনা মোতাবেক প্রথম পর্যায়ে সারা বাংলাদেশের ১৫০ টি উপজেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর কাজ শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.