Sylhet Today 24 PRINT

হুমায়ুনপত্নীর মৃত্যুতে অর্থমন্ত্রী ও ড. মোমেনের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ ডিসেম্বর, ২০১৮

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য হুমায়ুন রশীদ চৌধুরীর স্ত্রী মেহজাবিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এক শোকবার্তায় শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

পৃথক এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।

জাতিসংঘস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক রাষ্ট্রদূত ড. মোমেন বলেন, মেহজাবিন চৌধুরী সাবেক কূটনীতিবিদ ও জাতীয় সংসদের স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর সহধর্মিণী হিসেবে দেশের উন্নয়ন ও কল্যাণে বিশেষ অবদান রেখেছেন। বিশেষ করে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর তাঁর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার পাশে দাঁড়িয়েছিলেন। বিদেশে কূটনৈতিক মিশনে সরকারি দায়িত্ব পালন করা সত্ত্বেও এই পরিবার যে সহযোগিতা করেছে তার জন্য বাঙালি জাতি এই পরিবারের কাছে ঋণী থাকবে।

তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান যান মেহজাবিন চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.