Sylhet Today 24 PRINT

মুহিবুর রহমান একাডেমিতে বেড়েছে জিপিএ-৫

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০১৮

এবারের ২০১৮ সালের  জেএসসি ও পিইসি পরীক্ষায় আবারো সাফল্যের রেকর্ড গড়েছে নগরীর দরগামহল্লাস্থ সিলেট মুহিবুর রহমান একাডেমির শিক্ষার্থীরা। এ সাফল্যে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করেছে উল্লাস ও উদ্যমী উৎসব। শিক্ষার্থী আর অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন প্রাপ্ত ফলাফলে।

সোমবার একাডেমি প্রাঙ্গনে আনন্দঘন পরিবেশে মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মো. মুহিবুর রহমান ও একাডেমির প্রিন্সিপাল রোটারিয়ান মোহাম্মদ শামছ উদ্দিন ফলাফল ঘোষণা করে বলেন,  প্রতিবছর  মুহিবার রহমান একাডেমি শতভাগ সফলতা অর্জনে প্রতিবছর সাফল্যের বাজিমাত করে আসছে । মুহিবুর রহমান ফাউন্ডেশনের শিক্ষাউদ্যোগ শিক্ষার্থীদের সাফল্যের পথ শাণিত করে দেয় সর্বোচ্চ মেধা ও আন্তরিক সৃজনশীলতা দিয়ে।

এ ফলাফলে তিনি সকল শিক্ষার্থী কৃতকার্য হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।

প্রতিষ্ঠানে  পিইসিতে ৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে এরমধ্যে সর্বমোট জিপিএ ৫ পেয়েছে ২৭ জন। বাংলা ভার্সনে ৩৭ জনের মধ্যে জিপিএ-৫পেয়েছে ১৩ জন, ইংরেজি ভার্সনে, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, বাংলা ভার্সনে জিপিএ-৪ পেয়েছে ১৪ জন,এ-মাইনাস পেয়েছে৫জন জিপিএ-৩,বি-পেয়েছে ৩ জন সি-গ্রেড পেয়েছে ২ জন। ইংরেজি ভার্সনে, জিপিএ-৫  পেয়েছে ১৪জন,জিপিএ ৪ পেয়েছে ১১ জন, জিপিএ ৩ পেয়েছে ১ জন । পিইসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্য ৬৩ জন  ছিল পাশের হার শতভাগ। এছাড়া  জিএসসিতে বাংলা ভার্সনে ২৭  জন  ও ইংরেজি ভার্সনে ১১জন  শিক্ষার্থী অংশ নিয়ে, সর্বমোট ৩৮ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে পাশের হার শতভাগ।

ফলাফল প্রদানে এ সময় উপস্থিত ছিলেন একাডেমির প্রিন্সিপালসহ শিক্ষক শিক্ষিকা, অভিবাবকসহ শিক্ষার্থীরা।  

মুহিবুর রহমান একাডেমির প্রিন্সিপাল রোটারিয়ান মোহাম্মদ শামছ উদ্দিন, সন্তোষজনক ফলাফলে বলেন, একাডেমির এই সাফল্যের পিছনে রয়েছে একটি সম্মিলিত প্রয়াস। তবে ছাত্র-ছাত্রীদের শতভাগ ক্লাশে এবং পরীক্ষায় উপস্থিতি আর টেস্ট পরীক্ষার পর ফাইনালের আগ পর্যন্ত যত্নসহকারে বিশেষ পাঠদান একটি উল্লেখযোগ্য বিষয় বলে আমি মনে করি।

এদিকে, একাডেমির এমন সাফল্যে শিক্ষার্থী অভিবাবকদের অভিনন্দন জানিয়েছেন সিলেট কমার্স কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.