Sylhet Today 24 PRINT

শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ায় দীপু মনিকে এনইইউবির অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৬ জানুয়ারী, ২০১৯

একাদশ সংসদের মন্ত্রীসভার শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়া চাঁদপুর-৩ আসনের সাংসদ ডা. দীপু মনিকে অভিনন্দন জানিয়েছে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)।

রোববার (৬ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ অভিনন্দন জানায় বিশ্ববিদ্যালয়টি।

বিবৃতিতে, দেশের চলমান শিক্ষার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অগ্রণী ভূমিকা পালন করবেন বলে উল্লেখ্য করা হয়।

এদিকে সিলেট থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী ও  সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.