Sylhet Today 24 PRINT

সিলেটে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের সনদ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৯

মুভিয়ানা ফিল্ম সোসাইটি বাংলাদেশ ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের যৌথ আয়োজনে ‘ ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স’-২০১৭ এর সনদ বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় মুভিয়ানা ফিল্ম সোসাইটি সিলেটের কার্যালয়ে ফিল্ম কোর্সে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের মধ্যে এই সনদ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুভিয়ানা ফিল্ম সোসাইটি বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেটের সমন্বয়ক স্থপতি রাজন দাশ, লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক কবি-গবেষক মোস্তাক আহমেদ দীন এবং মুভিয়ানা ফিল্ম সোসাইটি সিলেটের সদস্য সচিব জব্বার ফারুকী।

প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ গ্রহণ করেন বাংলা টিভির সিলেটের ব্যুরো চিফ কাইয়ুম উল্লাস, আবদুল মুহিত, চৈতন্য রাজবংশী, আমিনা আক্তার, নওরীন ইসলাম তন্বী ও মোস্তাফিজুর রহমান সুমন।

প্রসঙ্গত, ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত সারা বাংলাদেশে তরুণদের চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। চলচ্চিত্র নির্মাণ, নন্দনতত্ত্ব, চলচ্চিত্র চিন্তা, শট , শব্দসহ বিশ^চলচ্চিত্রের অন্যতম চলচ্চিত্রকারদের কাজ নিয়ে অধ্যয়ন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.