Sylhet Today 24 PRINT

২০ হাজার টাকা বেতনের দাবিতে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৯

দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে মাসিক বিশ হাজার টাকা বেতনের দাবিতে সিলেট মিছিল ও সমাবেশ করেছে হোটেল শ্রমিক ইউনিয়ন মহিলা কমিটি।

রোববার (১০ জানুয়ারি)  জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন‘র নগর মহিলা কমিটির উদ্যোগে বিকাল ৫টা সময় নগরীর তালতলাস্থ জেলা কার্যালয় সামন থেকে মিছিলটি শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে নগর মহিলা কমিটির সহ-সভাপতি মোছা. অজুফা খাতুন‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছা. মদিনা বেগম রিনা পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মো. আরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এম সফর আলী খান, জেলা সদস্য হারুনুর রশিদ.

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা অর্থ সম্পাদক মো. জাহেদ আহমদ, জেলার প্রচার সম্পাদক মো. আকির হোসেন, দপ্তর সম্পাদক মো. ফজলু মিয়া, জেলা সদস্য আহমদ আলী, মহানগর কমিটির সভাপতি মো. হারুনুর রশিদ মিয়া, বাবুর্চি কমিটির সহ-সভাপতি মো. শাহ আলম, আম্ভর খানা আঞ্চলিক কমিটির সভাপতি জনি মিয়া, জালালাবাদ থানা কমিটির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, মেডিকেল আঞ্চলিক কমিটির প্রচার সম্পাদক আজিজুল ইসলাম, নগর মহিলা কমিটির সদস্য হালিমা আক্তার, সালেহা বেগম, মিনা আক্তার, রাবেয়া খাতুন, হাজেরা খাতুনসহ আরোও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন হোটেল সেক্টরে বাজার মূল্যের সাথে সংঙ্গতি রেখে নিম্নতম মাসিক বিশ হাজার টাকা দাবি সময়ের বিচারে অত্যন্ত যৌক্তিক ও গ্রহণ যোগ্য। তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বিবেচনায় দুবেলায় দুমুঠো ডাল ভাল খেয়ে পরে অন্তত মানুষ হিসেবে বেচে থাকার জন্য অনতি বিলম্বে বিশ হাজার টাকা মজুরী ঘোষণা করার জোর দাবী জানানো হয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.