Sylhet Today 24 PRINT

সিলেট জেলা পুলিশের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০১৯

আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে সিলেট জেলা পুলিশ বণার্ঢ্য র‌্যালী, আলোচনা ও মতবিনিময় সভা আয়োজন করে।

শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে নয়টায় সিলেট জেলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যালী করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়।

র‌্যালী শেষে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কয়ের সভাপতি সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী পুরকায়স্থেও সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি সিলেট জেলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান আর্ন্তজাতিক নারী দিবসের ইতিহাসসহ এর গুরুত্ব এবং বর্তমানে নারীদের ক্ষমতায়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, নারীর অবদান সমাজ, রাষ্ট্র এবং পরিবারে অগ্রগণ্য। কর্মক্ষেত্রে এবং উচ্চ শিক্ষায় নারীদের অদম্য গতিতে এগিয়ে যাওয়াকে তিনি নারীদের ক্ষমতায়নের একটি উদাহরন হিসেবে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে ফাল্গুনী পুরকায়স্থ সকল ক্ষেত্রে নারীর প্রতি সহনশীল ও সংবেদনশীল আচরন করার জন্য সকলকে অনুরোধ করেন।

এছাড়া আলোচনা সভায় নারী সদস্যদের পাশাপাশি সিলেট জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহ্বুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জনাব ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) জনাব আবুল হাসনাত খান বক্তব্য প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.