Sylhet Today 24 PRINT

সিলেটে শুরু হলো ৩ দিনব্যাপী জাতীয় সংগীত কর্মশালা শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মার্চ, ২০১৯

জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সিলেটে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় সংগীত ও বাংলা সংগীত-সংস্কৃতি শিক্ষণ কর্মশালা।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে নয়টায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আলতাফ হোসেন। শুভেচ্ছা জ্ঞাপন করেন কর্মশালার প্রশিক্ষক পূর্ণিমা দত্ত রায় ও প্রতীক এন্দ।

শুদ্ধ সুরে ‘জাতীয় সংগীত’ এবং ১টি রবীন্দ্রসংগীত ‘আনন্দলোকে মঙ্গলালোকে’, ১টি নজরুল সংগীত ‘দাও শৌর্য, দাও ধৈর্য্য’, ১টি মুক্তিযুদ্ধের গান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ১টি লালনগীতি ‘সত্য বল্ সুপথে চল্’, ১টি ভাষার গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ ও ১টি দেশের গান ‘ধন ধান্য পুষ্প ভরা’ শিক্ষার্থীদের কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হবে।

আবৃত্তি ও নাট্যশিল্পী আবু বকর মো. আল-আমিন কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন। আগামী ২১ মার্চ বেলা ১২টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩দিনব্যাপী কর্মশালার সমাপ্তি হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.