Sylhet Today 24 PRINT

‘নুসরাতের উপর যৌন নিপীড়নের প্রতিবাদ যেন বাংলাদেশের শেষ প্রতিবাদ হয়’

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০১৯

নুসরাত জাহান রাফির উপর যৌন নিপীড়ন ও আগুনে পুড়িয়ে হত্যাকান্ডের সাথে জড়িত মাদ্রাসা অধ্যক্ষসহ সকলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন ‘নুসরাতের উপর যৌন নিপীড়নের প্রতিবাদ যেন বাংলাদেশের শেষ প্রতিবাদ হয়। আমরা বিশ্বাস রাখতে চাই রাষ্ট্রের কাছে, নুসরাত জাহান রাফি হত্যার বিচার চাওয়া কিংবা আন্দোলন শেষ আন্দোলন হবে যৌন নিপীড়নের। আর এরকম কোন ঘটনা বাংলাদেশের মাটিতে ঘটবে না সেই আশ্বাস চাই রাষ্ট্রের কাছে।’

শনিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে সিলেট জেলা সিপিবি-বাসদ-উদীচী-চারণ-যুব ইউনিয়ন-মহিলা ফোরাম-ছাত্র ইউনিয়ন-ছাত্র ফ্রন্ট এর উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ বিচার প্রক্রিয়া ও বিচারহীনতার সংস্কৃতির কারণে একের পর এক নারী ধর্ষণ-হত্যাকান্ড ঘটছে। শাসক দল ও প্রশাসনের প্রশ্রয়ে প্রত্যেক ঘটনার পার পেয়ে যায় ধর্ষণ-হত্যাকারীরা। যার সর্বশেষ উদাহরণ নুসরাত জাহান রাফি। বক্তারা আরও বলেন, এরকম নির্মম ও পাশবিক হত্যার দ্রুত সুষ্ট বিচার সম্পন্ন করেন। দ্রুত আদালতের আওতায় এনে এরকম ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার করতে হবে।

বক্তারা নুসরাত জাহান রাফির যৌন নিপীড়ন ও হত্যাকান্ডের সাথে যুক্ত মাদ্রাসা অধ্যক্ষসহ জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

উদীচী জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে ও বাসদ নেতা প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বাসদ সমন্বয়ক আবু জাফর, বাংলাদেশ কমিনিউস্ট পার্টি সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, প্রগতি লেখক সংঘের সভাপতি এ কে শেরাম, যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক নিরঞ্জন দাশ খোকন, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নাবিল এইচ, ছাত্র ফ্রন্টের সঞ্জয় শর্মা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাজ্জাদ হোসেন।

সংহতি জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন সিপিবি জেলা সদস্য সাতী রহমান, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, খেলাঘরের কেন্দ্রীয় সদস্য তুহিন কান্তি ধর, যুব ইউনিয়ন জেলা সভাপতি খায়রুল হাসান, উদীচী সিলেটের সহ সভাপতি অধ্যাপক ডা. অভিজিৎ দাশ, চারণের সংগঠক নাজিকুল ইসলাম রানা, মহিলা ফোরামের সংগঠক আশু রানি শর্মা ও স্মৃতি রানি দাশ, ছাত্র ইউনিয়নের সভাপতি সরোজ কান্তি দাশ, অ্যাডভোকেট মনির উদ্দিন, অ্যাডভোকেট রনেণ সরকার রনি, সুরমা খেলাঘরের ধ্রæব গৌতম, ভূমি সন্তানের সংগঠক আশরাফুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.