Sylhet Today 24 PRINT

বড়ভাগা নদীর পানি দূষনের প্রতিবাদে ইউনিয়নবাসীর সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ২০ এপ্রিল, ২০১৯

দক্ষিণ সুরমার বড়ভাগা নদীতে ময়লা আবর্জনা ফেলে পানি ও পরিবেশ দূষণের প্রতিবাদে তিন ইউনিয়নবাসীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে দক্ষিণ সুরমার বৈরাগীবাজারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন এলাকার মুরব্বী ডা. হাফিজুর রহমান মানিক মিয়া।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাসদ ( মার্কসবাদী ) সিলেট জেলা শাখার আহবায়ক উজ্জল রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু সুবল চন্দ্র পাল। দক্ষিণ সুরমার সিলাম, জালালপুর ও লালাবাজার ইউনিয়নের সহ¯্রাধিক মানুষ সমাবেশে অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কলকারখানা, ফ্যাক্টরী এবং হাসপাতালের বর্জ্য ফেলে বড়ভাগা নদীর পানিকে দূষিত করা হচ্ছে। পানিতে কালো রং ধারণ করেছে। এই নদীর পানি এখন ব্যাবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে মারাত্বকভাবে পরিবেশ দূষিত হচ্ছে এবং জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।

বক্তারা বলেন, বড়ভাগা নদীকে ঘিরে দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলার কয়েক লক্ষ মানুষের বসবাস। এ নদীর তীরে জালালপুর বাজার, বৈরাগীবাজার, খন্দকার বাজার, মাদ্রাসা বাজারসহ অনেকগুলো হাটবাজার গড়ে উঠেছে। নদীর তীরে রয়েছে জালালপুর কলেজ, জালালপুর উচ্চ বিদ্যালয়, বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়, জালালপুর সিনিয়র মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্টান। এসব প্রতিষ্টানে অন্তত দশ সহস্রধিক শিক্ষার্থী পড়ালেখা করে।

নদীর তীর ঘেষে রয়েছে শতশত বাড়িঘর। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এ নদীর পানি ময়লা আবর্জনা ফেলে দূষিত করছে একটি চক্র। এ চক্র প্রভাবশালী হওয়ায় অনেকইে মুখ খুলতে চায়না। তাই অনতিবিলম্বে এসক দুস্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

যুবনেতা খালেদ আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা উমর আলী, মুহিবুর রহমান, চুনু মিয়া, ইরশাদ আলী, জহির  আলী, মুক্তিযোদ্ধা আজমান আলী, সফিক উদ্দিন মেম্বার, আব্দুল মতিন, কুদরত আলী, আলী হাসান, জহুরুর ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে সমাবেশে আগামী ২৪ এপ্রিল দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.