Sylhet Today 24 PRINT

উইমেন্স চেম্বারের চামড়া জাতীয় পণ্য তৈরীর প্রশিক্ষণ সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২০ এপ্রিল, ২০১৯

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির উদ্যোগে ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ৫দিন ব্যাপী চামড়া জাতীয় পণ্য তৈরীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর উপশহরস্থ সঞ্চিতা ট্রেনিং সেন্টারে ট্রেনিং এর আনুষ্ঠানিক সমাপনী হয়। এসময় ৩০জন প্রশিক্ষনার্থীকে সার্টিফিকেট দেওয়া হয়।

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে ও পরিচালক নাসরিন বেগমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বিশেষ অতিথির ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম শামীমা নাগরিস, জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. আসাদুজ্জামান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও সিলেট ক্লাবের সভাপতি হাসিন আহমদ, ভারতীয় হাই কমিশনারের স্ত্রী মিসেস এলকৃষ্ণমূর্তি।

স্বাগত বক্তব্য দেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির পরিচালক লুবানা ইয়াসমিন, রাবেয়া আক্তার রিয়া, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক মো. তাসলিম আলম শাহিন।

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি স্বর্ণলতা রায় বলেন, সিলেটে এই প্রথম চামড়া জাতীয় পণ্য তৈরীর প্রশিক্ষণের আয়োজন করেছে সিলেট উইমেন্স চেম্বার। চামড়া জাতীয় পণ্য তৈরীর প্রশিক্ষণে নারীদের এগিয়ে আসার আসতে হবে। সিলেটে এই শিল্পের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই নারী উদ্যাক্তাদের এই শিল্পে এগিয়ে আসাতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির পরিচালক লুবানা ইয়াছমিন, বিউটি বর্মণ, সামসুন নাহার, চেম্বারের সদস্য নাসিমা জেবা, মাসরুরা জালাল, খালেদা আক্তার, স্বপ্না বেগম, মুক্তা রানী দাস, সৈয়দা আয়শা আক্তার, সাকেরা সুলতানা, সাদিয়া সুলতানা, নাজমিন ফেরদৌসি, আলী হোসেন, ফরিদা আলম, ফারজানা আক্তার, তাসনিম বেগম, আয়শা আক্তার রুবি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.