Sylhet Today 24 PRINT

সাইকিয়াট্রিস্টদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ডা. সাঈদ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১০ মে, ২০১৯

'আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন' এর বার্ষিক সাধারণ সভা ও সায়েন্টিফিক সেমিনারে স্পিকার হিসেবে অংশ নিচ্ছেন মৌলভীবাজারে ডা.সাঈদ এনাম। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ডা. সাঈদ এনাম নিজেই।

১৮ থেকে ২২ শে মে আমেরিকার সানফ্রানসিসকো তে  এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

ডা.সাঈদ এনাম এর আগে  পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে  "ইউরোপিয়ান সাইকিয়াট্রিক এসোসিয়েশন" এর কংগ্রেসে ও সায়েন্টিফিক সেমিনারে গবেষণা সহ 'স্পিকার প্রেসেন্টার' হিসাবে অংশ গ্রহণ করেন। ২০১৮ সালেও অনুরূপ  জাপানের টোকিওতে মানসিক রোগ বিষয়ক এক সেমিনারে তিনি স্পিকার প্রেসেন্টার  হিসাবে গিয়েছিলেন।

ডা. সাঈদ এনাম ১৯৯১ সালে এন সি হাইস্কুল কুলাউড়া থেকে প্রথম বিভাগে এস এস সি এবং ১৯৯৩ সালে এম সি কলেজ সিলেট থেকে প্রথম বিভাগে এই এস সি পাশ করেন। এর তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এম বি বি এস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি সাইকিয়াট্রিতে উচ্চতর মাস্টার্স অব ফিলসফি "এম ফিল" ডিগ্রী লাভ করেন।

ডা. সাঈদ এনাম মৌলভীবাজার জেলার কুলাউড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আলহাজ্ব ফয়েজী আব্দুল মুনীম  ছিলেন এলাকার প্রবীণ শিক্ষক এবং একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। ব্যক্তিগত জীবনে তিনি  দু কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.