Sylhet Today 24 PRINT

ড্যাব সিলেট জেলা কমিটির অনুমোদন

সভাপতি ডা. নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক শাকিলুর রহমান

সিলেটটুডে ডেস্ক |  ১২ মে, ২০১৯

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বিএমএ সিলেট জেলার যুগ্ম সম্পাদক ও ড্যাব সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক ডা. নাজমুল ইসলামকে সভাপতি এবং ড্যাব সিলেট জেলার সাবেক দপ্তর সম্পাদক ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ডা. শাকিলুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেন।

শনিবার (১১ মে) ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব ডা. ওবায়দুল কবির খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে প্রথম সদস্য করা হয়েছে ড্যাব সিলেট জেলার সাবেক সভাপতি ও সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে।

কমিটির অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ডা. আব্দুল হাফিজ, সহ-সভাপতি ডা. জাকারিয়া মানিক, ডা. সিরাজুল ইসলাম, ডা. কামরুল ইসলাম আজাদ, ডা. গোলজার আহমদ, ডা. গোলাম রব সুয়েব, ডা. তৈমুর হোসেন তালুকদার, ডা. সালেহ আহমদ তাহলীল, ১ম যুগ্ম সম্পাদক ডা. আবু সাকিব আব্দুল্লাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক ডা. আব্দুল কবির চৌধুরী, ডা. ফাহমিদুর রহমান, কোষাধ্যক্ষ ডা. নুরুল হাসান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ডা. আহমদ নাফি, সহ সাংগঠনিক সম্পাদক ডা. আজহারুল ইসলাম রানা, দপ্তর সম্পাদক ডা. রুশলান ইসলাম, সহ দপ্তর সম্পাদক ডা. আফজাল আহমদ, প্রকাশনা সম্পাদক ডা. আখলাকুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক ডা. সৌদ আল হোসেন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. সৈয়দ হাফিজুর রহমান, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা. নিজাম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা বেগম পলি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. কাজী আরিফ বিল্লাহ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইশতিয়াজ হোসেন চৌধুরী ইভান, মানবসম্পদ সম্পাদক ডা. তায়েফ রহমান, সাহিত্য সম্পাদক ডা. সাদমান শাহরিয়ার চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক ডা. মোস্তাফিজ শামস চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ডা. আব্দুল করিম, সম্মানীত সদস্য অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সদস্য ডা. আতিক মাহমুদ, ডা. আহমেদ রিয়াজ চৌধুরী, ডা. মাহবুবুর রশীদ,  ডা. সেলিম রেজা, ডা. সোলায়মান আহমদ, ডা. মইজ উদ্দিন চৌধুরী, ডা. শাহরিয়ার হাসান মাহি, ডা. মেহেদী হাসান অনিক, ডা. রায়হানুল ইসলাম তুহিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.