Sylhet Today 24 PRINT

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ডিজিটালাইজেশনের যাত্রা শুরু

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ মে, ২০১৯

ডিজিটাল কার্যক্রমের যাত্রা শুরু করেছে সিলেটের সুপরিচিত বিদ্যাপিঠ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। । সিলেটের স্বনামধন্য আইটি সেবা প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লি. এর শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রকল্প “পাঠশালা” এর সাথে চুক্তির মাধ্যমে ডিজিটালাইজেশনের যাত্রা শুরু হয়।

গত ১৫ মে এই চুক্তিটি সম্পাদিত হয়। আইটি ল্যাব সলিউশন্স লি. এর পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর পক্ষে এর অধ্যক্ষ লে. কর্নেল মোঃ শাখাওয়াত হোসেন -এএফডব্লিউসি, পিএসসি এবং আইটি ল্যাব সলিউশন্স লি. এর পক্ষে এর পরিচালক বিজন কৃষ্ণ চক্রবর্তীর স্বাক্ষরে এ চুক্তিটি সম্পাদিত হয়। এতে আরোও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. আরিফ সেলিম রেজা, আইটি ল্যাব সলিউশন্স লি. এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জাফর আহমেদ ও একাউন্টস ইনচার্জ শুভ রায়।

পাঠশালা প্রকল্পটি আইটি ল্যাব সলিউশন্স লি. এর শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজেশন সংক্রান্ত একটি প্রকল্প যার মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠান তার দাপ্তরিক সকল কর্মকান্ড তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পরিচালনা করতে পারে। ইতিমধ্যে অন্তত দুইশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান তাদের সেবা গ্রহণ করে উপকৃত হচ্ছেন।

পাঠশালা এর সাথে যুক্ত হওয়ার মাধ্যমে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সকল কর্মকান্ড আরোও ত্বরান্নিত হবে বলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.