Sylhet Today 24 PRINT

দেশব্যাপী ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে মৌলভীবাজারে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৯ মে, ২০১৯

দেশব্যাপী ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে মানববন্ধন করেছে ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন মৌলভীবাজার।

রোববার (১৯ মে) মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ওয়াসিম আহমেদ নিশান এর সভাপতিত্বে এসময় বক্তারা বলেন, "নারীর পোশাক নয়, আমাদের মানুষরূপী পশুগুলোর মানসিকতাই এর জন্য দায়ী। কারণ দেখা যায় একটা ৫ বছরের শিশুও এদেশে ধর্ষণের শিকার হচ্ছে এবং বখাটেরা দিবালোকে মানুষের সামনে মেয়েদের উত্যক্ত করতে এতোটুকু ভয়তো পাচ্ছেনা উল্টো শারীরিক লাঞ্ছনার পথ বেছে নিচ্ছে নির্বিকার চিত্তে!"

বক্তারা আরো বলেন, "এসব কুলাঙ্গারের কঠিনতম শাস্তি নিশ্চিত না হলে আগামীতে আপনার বোন আর কন্যাও এমনভাবে লাঞ্ছিত হবে। আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টার ও সচেতনতার মাধ্যমে এ ব্যাধিটাকে সমাজ থেকে নির্মূল করতে হবে। আমাদের এই অসুস্থ সমাজে শুধু নারী বা শিশু নয়, আমরা কেউই নিরাপদ না। বিকারহীনতার সংস্কৃতি সমাজটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।"

এসময় তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রণয়ন ও ইভটিজারের সর্বোচ্চ শাস্তি করার দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.