Sylhet Today 24 PRINT

শাবি প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি  |  ২১ মে, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব'র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের গ্যালারি-২ এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার। এছাড়া এ সময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. কবির হোসেন, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ মস্তাবুর রহমান, আইপিই বিভাগের অধ্যাপক ড. মুহসিন আজিজ খান, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খান, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট ড. আসিফ ইকবাল, সহকারী প্রক্টর মুহাম্মদ সামিউল ইসলাম ও জাহিদ হাসান, এফইটি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আফজাল হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা, সহায়ক কর্মচারী সমিতি, কর্মচারি ইউনিয়নের নেতৃবৃন্দসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মতিউর রহমান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের ভূমিকা রয়েছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন বলে আশা রাখি।’

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রেসক্লাব সব সময়ই সৃজনশীল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আশাকরি ভবিষ্যতেও তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

সভাপতির বক্তব্যে শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলাম বলেন, ইফতার ধর্মীয় অনুষ্ঠান হলেও বর্তমানে এটা সামাজিক একটি অনুষ্ঠানে রুপ নিয়েছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সম্প্রীতির অনুষ্ঠান ইফতারে অংশ নেয়ায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.