Sylhet Today 24 PRINT

সিলেট জেলা আইনজীবী সমিতির মেম্বারশীপ সার্টিফিকেট প্রদান শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুন, ২০১৯

সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে মেম্বারশীপ সার্টিফিকেট প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৯ জুন)  দুপুরে সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে প্রথমবারের মত সার্টিফিকেট প্রদান কার্যক্রম শুরু হয়।

এ উপলক্ষে আয়োজিত সংশ্লিষ্ট অনুষ্ঠানের শুরুতে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জামিলুল হক জামিল এর হাতে মেম্বারশীপ সার্টিফিকেট তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন ব্লাস্ট সিলেট জেলার কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শংকর লাল দাস, সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাশিদা সাঈদা খানম লাকী, সহ সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী হায়দার ফারুক, সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল হেলাল, সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ, অ্যাডভোকেট মো. রব নেওয়াজ রানা।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তানভীর আক্তার খান, অ্যাডভোকেট মলয় কান্তি পাল সামু, অ্যাডভোকেট এস.এম.এ. জাকারিয়া, অ্যাডভোকেট আবু ফাহাদ, অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট মো. মানিক উদ্দিন ও অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন প্রমুখ।

পরে একই অনুষ্ঠানে ৩৫৩ জন অ্যাডভোকেট ক্লার্কদের আই.ডি. কার্ড গ্রহণ করেন অ্যাডভোকেট ক্লার্ক সমিতির সভাপতি হাজী মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আফাজ। এসময় সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক আই.ডি. কার্ড ছাড়া কোন অ্যাডভোকেট ক্লার্ককে আদালতের কার্যক্রমে অংশ না নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.