Sylhet Today 24 PRINT

টুকেরবাজারে নারীর অবস্থান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৬ জুলাই, ২০১৯

সিলেট সদর উপজেলার টুকেরবাজারে দুই দিনব্যাপী নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সুশাসন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) ইউনিয়ন পরিষদের একটি হল রুমে শুরু হওয়া কর্মশালা সম্পন্ন হয় শনিবার (৬ জুলাই)।

অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প কর্তৃক এর উদ্যোগে সদর উপজেলার টুকেরবাজার ও কান্দিগাঁও ইউনিয়নের ২৪ জন নারী নেত্রীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে নারী রাজনীতিক সামাজিক ক্ষমতায়ন স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের নারীর অবস্থা-অবস্থান। রাজনৈতিক দলে নারীর অবস্থা-অবস্থান স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারীর দায়িত্ব নিয়ে ব্যাপক আলোচনা হয়।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলভেটাস এর উপ পরিচালক ফৌজিয়া খন্দকার ইভা, এস ডি সি এবং হেলভেটাস বাংলাদেশের অর্থায়নে ও প্রিপ ট্রাস্ট প্রশিক্ষণটির আয়োজন করে।

প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন ক্লাস্টার ক্যাপসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর মো. কামরুল ইসলাম, সিলেট জেলা সমন্বয়কারী ইখতেহার হোসেন, সিলেট সদর উপজেলা সমন্বয়কারী কোহিনুর বেগম, জেলা প্রকল্প কর্মকর্তা মো. শিহাবুল ইসলাম খাঁন, কো-অর্ডিনেটর (ফিন্যান্স) সালমা বেগম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.