Sylhet Today 24 PRINT

‘কপি-টু-পেস্ট’ নির্ভর সাংবাদিকতায় সফল হওয়া যাবে না

বিশ্বনাথ প্রতিনিধি  |  ০৮ জুলাই, ২০১৯

বর্তমান ডিজিটাল যুগে অনলাইন সাংবাদিকতার সফল হতে হলে ‘কপি-টু-পেস্ট’ বাদ দিতে হবে। অনলাইন সাংবাদিকতার প্রতিযোগীতায়ও টিকে থাকতে হলে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ষ্টাফ থাকতে হবে। আর শুধু ‘কপি-টু-পেস্ট’ নির্ভর সাংবাদিকতায় অনলাইন পত্রিকা চালানো যায়, কিন্তু সফল হওয়া যায় না।

সোমবার (৮জুলই) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে ‘বিশ্বনাথের আলো ডটকম’ নামের নিউজ পোর্টালের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আবুল বাশারের সংবধর্না সভায় বক্তারা এ কথা বলেন।

পোর্টালটির সম্পাদক ফজল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ গিয়াস উদ্দিন ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নিউজ পোর্টালের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আবুল বাশার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সুজন’ বিশ্বনাথের যুগ্ম-সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক আশিক আলী, আব্বাস হোসেন ইমরান, শহিদুর রহমান, আক্তার আহমদ শাহেদ, মাস্টার আমিনুল হক সরকার, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বিশ্বনাথ উপজেলার শাখার সভাপতি শেখ ফজর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক রোহেল উদ্দিন, অসিত রঞ্জন দেব, মিছবাহ, সাবেক ইউপি সদস্য আবদুল মজিদ, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বিশ্বনাথ উপজেলার শাখার সাধারণ সম্পাদক শেখ কাওছার আলী, ব্যবসায়ী ফুলকাছ আলী, আব্দুল হক, সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার সদস্য-সচিব আবদুল বাতিন, যুবলীগ নেতা শামীম আহমদ, সংগঠক কামাল উদ্দিন, বুরহান উদ্দিন, সাঈদ মিয়াসহ আরও অনেকে।      

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.