Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৭ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুরে পৌর এলাকার রামপাশা গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মো. জুয়েল আহমদ বলেন, ‘পৌর এলাকার ৮ ও ৯ নং ওয়ার্ডের যেসকল স্থানে বাঁধ ভেঙ্গেছে সেসকল স্থানে দ্রুত পুন:নির্মাণ কাজ শুরু করা হবে।’

ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, রাসেল মতলিব তরফদার, রফিকুল ইসলাম রুহেল, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সম্পাদক মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সহ সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, কমলগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.