Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৭ জুলাই, ২০১৯

‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মৎস্য কর্মকর্তার দপ্তরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকালে উপজেলা মৎস্য অফিসে আয়োজিত মতবিনিময় সভায় মতবিনিময় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পণ্ডিত।

এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবু তাহের, সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, পাউবো উপ সহকারী প্রকৌশলী নিহার রঞ্জন দেবনাথ, উপজেলা প্রকল্প অফিসের উপ সহকারী প্রকৌশলী মোশারফ হোসেনসহ সাংবাদিক বৃন্দ প্রমুখ।

সভায় অমিত পণ্ডিত জানান, ১৭ জুলাই ২৩ জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। এতে র‌্যালি, পোনা অবমুক্ত করণ, সরকারের অগ্রগতি নিয়ে আলোচনা, মোবাইল কোট পরিচালনা, মাছ চাষ বিষয়ক আলোচনা, উদ্বুদ্ধকরণ সভা, মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.