Sylhet Today 24 PRINT

বাড়ির ছাদে বাগান করে সিলেটে প্রথম হয়েছেন মমতাজ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৯

বাড়ির ছাদে বাগান করে সৃজন শ্রেণিতে সিলেট বিভাগে প্রথম স্থান অর্জন করেন জোহরা মমতাজ বেগম। সিলেট বৃক্ষ মেলায় তাকে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৮ এ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

শনিবার (৩ আগস্ট) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষ মেলা-২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এ বিশেষ সম্মাননা তুলে দেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক কুহিনুর বেগম, সহকারী বন সংরক্ষক জিএম আবু বকর সিদ্দিক।

বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে আবেদনকারীদের মধ্যে থেকে ক্যাটাগরি অনুযায়ী বিজয়ীদের মধ্যে চূড়ান্ত তালিকার মোট ২৪ জনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

জোহরা মমতাজ বেগম সিলেট শহরতলীর খাদিমনগর পীরের বাজার এলাকার বাসিন্দা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.