Sylhet Today 24 PRINT

নাগরিক অধিকার সুরক্ষা আন্দোলন সিলেটের সভা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৯

নাগরিক অধিকার সুরক্ষা আন্দোলন সিলেটের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) রাত ৯টায় চৌহাট্টাস্থ একটি রেস্টুরেন্টে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু আতঙ্কে আজ সারাদেশের মানুষ। ঢাকার দুই মেয়র সহ সংশ্লিষ্টদের উদাসীনতা ও গাফলতির  কারণে দেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। বক্তারা, ডেঙ্গু প্রতিরোধে  অবিলম্বে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানান।

সভায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এর অংশ হিসেবে আগামী ৬ই আগস্ট বিকাল ৪টায় সিলেট নগরের কোর্ট পয়েন্টে নাগরিক অধিকার সুরক্ষা আন্দোলন, সিলেট এর উদ্যোগে সমাবেশ ও প্রচারপত্র বিতরণের কর্মসূচীর সিদ্ধান্ত নেয়া হয়।

গণতন্ত্রী পার্টি সিলেট জেলা সভাপতি মো. আরিফ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাম্যবাদী দলের জেলা সাধারণ সম্পাদক ধীরেণ সিংহ, বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি জাকির আহমদ, বাসদ (মার্কসবাদী) জেলা শাখার আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি জেলা সাধারণ সম্পাদক সিকন্দর আলী, জাসদ জেলা সাধারণ সম্পাদক কে. এ কিবরিয়া চৌধুরী, সিপিবি যুগ্ম সম্পাদক খায়রুল হাসান, এডভোকেট ইশফাক বখত চৌধুরী, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.