Sylhet Today 24 PRINT

ছাতকে ঈদ সামগ্রী বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০১৯

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ছাতকের বৃহত্তর অঞ্চল জিয়াপুর পুরান সিংচাপইড় এর ১৩০ টি দরিদ্র পরিবারের মধ্যে ২ দফায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৭আগষ্ট) দুপুরে স্থানীয় পরগনা বাজারে জিয়াপুর পুরান সিংচাপইড় মানবিক যুব ঐক্য পরিষদ প্রথম দফায় ঈদ সামগ্রী বিতরণ করেন।

পরিষদের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালেহ আহমদের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারি আবু সাঈদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়াপুর পরগনা বাজার পরিচালনা কমিটির সভাপতি শফিক উদ্দিন, সিংচাপইড় ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোজাহিদ আলী, পুরান সিংচাপইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দর আলী, মুরব্বি, শালিস ব্যক্তিত্ব তৈয়বুর রহমান। পরিষদের উপদেষ্টা এম এ বারেক লয়লুছ, আজমল হোসাইন সুপার,আব্দুল আমিন,সুজন মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সহ সভাপতি অলিউর রহমান আলেক।

পরবর্তীতে বিকেল চার ঘটিকায় পুরান সিংচাপইড় পয়েন্টে ২য় দফায় বিতরণ অনুষ্ঠিত হয়। ক্বারি মামুনুর রশীদ মামুনের কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বক্তব্য দেন পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ মিয়া, জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম বকুল, পুরান সিংচাপইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দর আলী, মুরব্বী তৈয়বুর রহমান, উপদেষ্টা এম, এ বারেক লয়লুছ, আজমল হোসেন সুপার। স্বাগত বক্তব্য দেন পরিষদের সদস্য হাবিবুর রহমান।

এ সময় বিশেষ অতিথি বদরুল ইসলাম বকুল পরিষদের কোষাধ্যক্ষ কাওছার আহমদের হাতে নগদ অনুদান প্রদান করেন।

এ বিষয়ে পরিষদের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, সম্প্রতি পরিষদে গৃহীত কর্মসূচী বাস্তবায়ন করতে উপদেষ্টা থেকে সকল সদস্যরা অনেক পরিশ্রম করেছেন। বিশেষ করে প্রবাসী সদস্যবৃন্দের পরামর্শ ও আর্থিক অনুদান আমাদের এই মহৎ সব কাজ করতে অনুপ্রেরণা জুগিয়েছে।

প্রবাসী সকল উপদেষ্টা ও সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সামনের সকল কর্মসূচিতে ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখতে আহবান করেন পরিষদের সাধারণ সম্পাদক সালেহ আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.