Sylhet Today 24 PRINT

দিল্লিতে রবিদাসজির মন্দির পুনর্নির্মাণের দাবিতে ঢাকায় মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৮ আগস্ট, ২০১৯

ভারতের দিল্লির তুঘলকাবাদের ৫০০ বছরের অধিক পুরোনো রবিদাসজির মন্দির ভাঙার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ঐতিহ্যবাহী এ মন্দিরটি অনতিবিলম্বে যথাস্থানে পুনর্নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)।

বুধবার (২৮ আগস্ট) বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি চাঁনমোহন রবিদাস।

বাংলাদেশ রবিদাস ফোরামের (বিআরএফ) মহাসচিব শিপন রবিদাস প্রাণকৃষ্ণ এর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন বিআরএফ এর সভাপতি অজয় রবিদাস, সহ সভাপতি মিলন রবিদাস, ঢাকা ওয়ারী রবিদাস হিন্দু কল্যাণ সংঘ এর সভাপতি মরণচাঁন রবিদাস, সাধারণ সম্পাদক দিপক রবিদাস, ঢাকার সূত্রাপুরের রবিদাসনেতা রাজেশ রবিদাস, লক্ষ্মীবাজারের রবিদাসনেতা আনু রবিদাস, বিআরএফ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক রতন রবিদাস, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক লেবুলাল রবিদাস, বিআরএফ-রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক লিটন রবিদাস, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিজয় রবিদাস, সহ সাধারণ সম্পাদক রতন রবিদাস, ওয়ারীর রবিদাস যুবনেতা রাসেল রবিদাস।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন অদলীয় রাজনৈতিক মঞ্চের মুখপাত্র ও সাবেক এমপি হুমায়ূন কবির হিরু, আমরা কৃষকের সন্তানের প্রধান সমন্বয়ক রেজাউল বারী দিপন, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য রাজু, মাইনরিটি রাইটস্ ফোরাম-বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উৎপল বিশ্বাস, হিউম্যান রাইটস্ এলায়েন্সের সভাপতি মাহবুবুল হক, আমরা হরিজনের সন্তান-এর সভাপতি পঙ্কজ বাঁশফোড়।

উল্লেখ্য, গত ১০ আগস্ট সুপ্রিম কোটের নির্দেশেই দিল্লির তুঘলকবাদের রবিদাস মন্দির ভাঙে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (ডিডিএ)। ষোড়শ শতকের এই কবি-সাধু-ধর্মগুরুর মন্দিরটি দলিত তথা তফসিলি জনগোষ্ঠীর অধিকার রক্ষার জন্য সংগ্রামের প্রতীক এবং ধর্মীয় স্থান হিসাবেই পরিচিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.