Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ব্র্যাকের গোলটেবিল বৈঠক, বিজনেস এডভাইজরি কমিটি গঠন

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৯ আগস্ট, ২০১৯

ব্র্যাক মাইগ্রেশন ‘প্রত্যাশা’ প্রকল্পের বিজনেস এডভাইজরি কমিটি গঠনের উদ্দেশ্যে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় জৈন্তাপুর উপজেলা ব্র্যাক অফিস এর হল রুমে ইউরোপ ফেরত পূর্ণ একত্রীতকরন ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা জৈন্তাপুর উপজেলার মাইগ্রেশন ফোরাম‘র সভাপতি আব্দুল হক এর সভাপতিত্বে ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জৈন্তাপুর উপজেলা মাঠ সংগঠন মো. মামুন হোসেনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা ব্যবস্থাপনা পরিচালক এস এম কায়সার আহমদ।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আইওএম মূল বাস্তবায়নে ও ব্র্যাক এর অংশদারিত্বে পরিচালিত প্রত্যাশা প্রকল্পের গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা প্রকল্পের জৈন্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক গোলাম সোবহানী, সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য জামাল আহমদ, সমাজ সেবী  রাহেল আহমদ, সাংবাদিক গোলাম সরওয়ার বেলাল, সোহেল আহমদ বাবুল, তরিকুল ইসলাম, আব্দুর রকিব, হারুনুর রশিদ, তফসুমা হাবিবা লিমা, রুফিয়া বেগম।

আলোচনা শেষে বিজনেস এডভাইজরি উপজেলা ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়, এতে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে সভাপতি ও সমাজসেবী রাহেল আহমদকে সাধারণ সম্পাদক এবং ব্যবসায়ী উদ্যোক্তা আব্দুল জলিল, ব্যবসায়ী প্রতিনিধি সোহেল আহমদ বাবুল, বণিক সমিতির প্রতিনিধি জামাল উদ্দিন, ইউরোপ অভিবাসী সদস্য গোলাম সরওয়ার বেলাল, জেলা ব্যবস্থাপনা পরিচালক এস এম কায়সার আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.