Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে লের্টস স্মাইলের সচেতনতামূলক স্টিকার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি  |  ৩০ আগস্ট, ২০১৯

অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন লের্টস স্মাইল মিডিয়ার ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতামূলক স্টিকার বিতরণ করেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিনব্যাপী মৌলভীবাজার জেলার রাজনগরের খলাগাও করিমপুর উচ্চ বিদ্যালয় এবং গয়াসপুর আলহাজ্ব আব্দুল মোক্তদির একাডেমিতে এবং শতাধিক ছোট বড় যানবাহনে সচেতনতামূলক স্টিকার বিতরণ এবং লাগানো হয়।

তাদের সচেতনতামূলক স্টিকারে রাস্তা পারাপারে সাবধানতা, ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার এড়িয়ে চলা, চলাচলের সময় মোবাইল ফোন বন্ধ রাখা, বিবেক বুদ্ধি তৈরি করতে নিজের প্রতি আত্মবিশ্বাসী হওয়া ইত্যাদি স্লোগান ছিল।

স্টিকার বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা জায়েদ জামান, উপদেষ্টা বদরুল আলম চৌধুরী, সমন্নয়ক জুমান, টিম লিডার মীর শাহিনুল, মোজাব্বির খান এনাম, আহমেদ ফরহাদ, আহমেদের রুমেল, আশিক আলী, মামুনুর রশিদসহ সকল সদস্যবৃন্দ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, সংগঠন অনলাইন ভিত্তিক হলেও ছোট করে দেখার সুযোগ নাই কারণ দেশে অনলাইনে মাধ্যমে এখন সবকিছু হয়। অনলাইন ও অফলাইন কোন বিষয় নয় মানবতার কল্যাণে কাজ করার মন মানসিকতা থাকলে যে কোন প্লাটফর্ম থেকে কাজ করা যায়। আমাদের সবার লক্ষ্য একটাই লের্টস স্মাইল, চলো হাসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.