Sylhet Today 24 PRINT

এডিস মশার প্রজনন প্রতিরোধের নামে সরকার দলীয় নেতারা নাটক করছেন

পেশাজীবী পরিষদের সেমিনারে বক্তারা

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩১ আগস্ট, ২০১৯

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের উদ্যোগে ডেঙ্গু জ্বর প্রতিকার, প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে “বৈজ্ঞানিক সেমিনার” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর দরগামহল্লাস্থ হোটেল হলিসাইড’র হলরুমে অনুষ্ঠিত সেমিনারে পেশাজীবী পরিষদ সিলেট’র সভাপতি ডাঃ শামীমুর রহমানের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. শিব্বীর আহমদ শিবলী ও নর্থইষ্ট মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. এম আহমদ সেলিম।

পরিষদের সদস্য সচিব অধ্যাপক ডা. মোঃ শাহনেওয়াজ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। দোয়া পরিচালনা করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডা. আবু বকর সিদ্দিকী।

সেমিনারে বক্তারা বলেন, সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধিতে মানুষের মাঝে যখন আতঙ্ক বিরাজ করছে তখন ক্ষমতাশীল দলের নেতারা রাজনৈতিক ফায়দা হাসিল করছে। এডিস মশার প্রজনন প্রতিরোধের নামে সরকার দলীয় নেতারা নাটক করছেন।

তারা বলেন, নিজেদের দায়িত্ব অবহেলা করে উল্টো নাগরিকদের জরিমানা করছেন। মশার প্রজনন উৎস মোকাবেলা করতে ব্যর্থ হয়ে অন্যের কাঁধে দোষ চাপানো কোনও সভ্য সমাজ মেনে নিতে পারেনা।

সেমিনারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলসহ আশপাশ পরিস্কার রেখে চিকিৎসকদের পরামর্শ আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.