Sylhet Today 24 PRINT

সম্মিলিত নাট্য পরিষদ’র নাট্য কর্মশালা শুরু শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে তিনদিন ব্যাপী নাট্য কর্মশালা শুক্রবার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন পশ্চিমবঙ্গ ভারতের কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের পরিচালক, নাট্য নির্দেশক কিশোর সেনগুপ্ত।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় খাদিমনগর এফআইভিডিবি কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে কর্মশালার শুভ উদ্বোধন করবেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

নাট্যকর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চলতি বছরে এটি নাট্য পরিষদের আয়োজনে পঞ্চম কর্মশালা। এই প্রথমবারের মতো নাট্য পরিষদের সদস্য সংগঠনের বাছাইকৃত প্রতিনিধিদের নিয়ে আবাসিক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

৬ ও ৭ সেপ্টেম্বর এফআইভিডিবি-তে এবং ৮ সেপ্টেম্বর সারদাহল নাট্য পরিষদের মহড়াকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল সাড়ে ৮টায় কর্মশালার আনুষ্ঠানিকতা শুরু হবে।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে নাট্য দলসমূহের অংশগ্রহণকারী নাট্যকর্মীবৃন্দকে যথাসময়ে উপস্থিত থেকে নাট্য কর্মশালাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.