Sylhet Today 24 PRINT

ছাত্র ফ্রন্টের ‘আঞ্চলিক শিক্ষা কনভেনশন’ ২৮ সেপ্টেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৯

পিইসি পরীক্ষা বাতিল, শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধসহ ৭ দফা দাবিতে ২৮ সেপ্টেম্বর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সিলেটের আঞ্চলিক শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হবে।

মুসলিম সাহিত্য সংসদের সোলেমান বিকাল ৩টায় কনভেনশনে অনুষ্ঠিত হবে।  কনভেনশনে আলোচক  হিসেবে উপস্থিত  থাকবেন  গ্রিণজেম্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ  অধ্যাপক গোলাম রব্বানী, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম, শাবিপ্রবি’র বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল  রানা, দৈনিক  আমাদের সময় সিলেট ব্যুরো চীফ সজল ছত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তাপস বন্ধু দাস,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা মাসুদ রানা।

উক্ত কনভেনশন সফল করার জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস ও সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম এক যুক্ত বিবৃতিতে সবাই কনভেনশন সফল করার জন্য আহ্বান জানান।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.