Sylhet Today 24 PRINT

উইমেনস মেডিকেল কলেজে ‘সজীবনী’র অভিষেক অনুষ্ঠান

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ সেপ্টেম্বর, ২০১৯

সিলেট নগরীর উইমেনস মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সজীবনীর’ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উইমেনস মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে আলোচনা সভা, ‘সজীবনী’ ২০১৭-১৮ সালের কমিটির সনদপত্র প্রদান, ক্রেস্ট প্রদান ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেনস মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. ওয়েস আহমেদ চৌধুরী, উইমেনস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারী, উপাধ্যক্ষ ডা. ফজলুর রহিম কায়সার, অধ্যাপক ডা. মাহসুদুল আলম ও ‘সজীবনীর’ উপদেষ্টা অধ্যাপক ডা. নজরুল ইসলাম ভূঁইয়া ও ‘সজীবনীর’ সভাপতি যশোদা মিশ্রা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সজীবনীর’ সহ-সভাপতি নুসরাত জামান নওশীন। অভিষেক অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন ‘সজীবনীর’ সহ-সভাপতি মৌমিতা আইচ ও সদস্য সাইকা ইসলাম জান্নাত।

অভিষিক্ত ৩৪ সদস্য বিশিষ্ট ‘সজীবনী’র নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি হলেন যশোদা মিশ্রা, সহ-সভাপতি মৌমিতা আইচ, সাধারণ সম্পাদক শান্তা ধর, সহ-সাধারণ সম্পাদক নিশাত জাহান চৌধুরী, অফিস সম্পাদক সোমাইয়া আক্তার, সহকারী অফিস সম্পাদক শাহানারা পারভীন, কোষাধ্যক্ষ মৌটুসী সরকার, সহকারী কোষাধ্যক্ষ আসিয়া বেগম, সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক তানজিলা তাসনীম, সাংগঠনিক সম্পাদক সামিনা জাহান, সহকারী সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার, ছাত্র কল্যাণ সম্পাদক তান্নি সূত্রধর, রোগী কল্যাণ সম্পাদক ইফফা আহমেদ, প্রচার সম্পাদক রিয়া দাস ও কার্যনির্বাহী সদস্যরা হলেন- নাজিফা আনজুম চৌধুরী, সাবিনা ইয়াসমিন, মাইশা আনজুম, রাহমা মেহজাবিন, মোহসিনা রহমান মিশু, হামিদা সুলতানা, জাহরীন তাসনীন শামা, তাওহিদা জান্নাত, শাফিকা ইসলাম রাইদা, আয়শা সিদ্দিকা, নাদিয়া নিজাম, প্রতীতি দেব ত্রপা, শাইকা ইসলাম জান্নাত, জয়শ্রী রায় জুই, লায়লা ইয়াসমীন লিজা, শামীমা বেগম, তমা দাস, খাদিজা বেগম নূরী ও রোকশানা বেগম।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ‘রক্তের ধারায় জীবনের স্পন্দন’ স্লোগান নিয়ে ‘সজীবনী’ সংগঠনের যাত্রা শুরু হয়। সিলেট নগরের উইমেনস মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী এ সংগঠন ‘সজীবনী’ স্বেচ্ছায় রক্তদানসহ মানবতার সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম জন্মলগ্ন থেকেই করে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.