Sylhet Today 24 PRINT

ক্যাসিনো নিষিদ্ধ না করলে কঠোর আন্দোলন : মোমিন মেহেদী

সংবাদ বিজ্ঞপ্তি |  ২১ সেপ্টেম্বর, ২০১৯

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সারাদেশে ৬৮টি ক্যাসিনো নিষিদ্ধ না করলে কঠোর আন্দোলন করবেন নতুন প্রজন্মের প্রতিনিধিরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন ও সমাবেশে ক্যাসিনোর রাজনৈতিক ও প্রশাসনিক পৃষ্ঠপোষকদের বিচার ও সকল ক্যাসিনো নিষিদ্ধ ঘোষণার দাবি জানান তিনি।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। এতে আরও বক্তব্য দেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার চঞ্চল মেহমুদ কাশেম, নতুনধারা বাংলাদেশ এনডিবির ভাইস চেয়ারম্যান মাহামুদ হাসান তাহের, মহাসচিব হাসিবুল হক পুনম, যুগ্ম মহাসচিব আবু বকর রতন, ফরহাদ শিমুল, ইসলাম উদ্দীন সরকার, গোলাম ওয়াজেদ সরকার রানা, হরিদাস সরকার, খোরশেদ আলম, মামুন বাবুল, মহিদুল ইসলাম, আল আমিন, সঞ্জয় চাকমা, মারুফ খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.