Sylhet Today 24 PRINT

লালাবাজার স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার স্কুল এন্ড কলেজে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের সিনিয়র সহকারী কমিশনার নির্মেলেন্দু চক্রবর্তীর উদ্যোগে মাদক, যৌতুক ও বাল্য বিবাহ বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (২১ সেপ্টেম্বর) সকালে স্কুল শিক্ষার্থীদের সচেতন করতে বিভিন্ন স্কুলে এই সমাবেশ করছেন দক্ষিণ জোনের সিনিয়র সহকারী কমিশনার নির্মেলেন্দু চক্রবর্তী।

লালাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আইউবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীদের উদ্যোগে নির্মেলেন্দু চক্রবর্তী বলেন, মাদক হচ্ছে একটি মরণব্যাধি। মাদক মানুষকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই শিক্ষার্থীদের এখন থেকে সচেতন হতে হবে। যৌতুক হচ্ছে সমাজের অভিশাপ এই যৌতুকের কারণে অনেক গৃহবধূ নির্যাতনের শিকার হচ্ছেন। মনে রাখতে হবে আজ যৌতুকের কারণে যাকে আপনি নির্যাতন করছেন কাল আপনার বোন মেয়েও একই ভাবে নির্যাতনের শিকার হতে পারে। বাল্য বিবাহ দেওয়া মানে মেয়েটাকে মৃত্যুর দোয়ারে পাঠানো তাই সবাই মিলে এসব প্রতিরোধ করতে হবে। তোমরা শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ তাই তোমাদের সচেতন হতে হবে।

লালাবাজার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কাজী মো. আব্দুল মালিকের পরিচালনায় বক্তব্য দেন, লালাবাজার স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি মো. মুহিদ হোসেন, গভর্নিংবডির শিক্ষানুরাগী সদস্য লায়েক আহমদ জিকো, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক শিপন আহমদ, সহকারী প্রধান শিক্ষক যতীন্দ্র কুমার তালুকদার, সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান, মো. মতিউর রহমান,ক্ষীতেশ চন্দ্র সরকার, এস,আই লোকমান হোসেন, এস,আই রেজাউল করিম ও এ,এস,আই শামসুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণীর ছাত্রী সুমনা আক্তার লিজা ও গীতা পাঠ করেন দশম শ্রেণীর ছাত্র সুজিত মালাকার।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.