Sylhet Today 24 PRINT

আবরারের খুনিদের শাস্তির দাবিতে নবীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

নবীগঞ্জ প্রতিনিধি |  ১০ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নবীগঞ্জ পৌর শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিক্ষোভ মিছিলটি শহরের নতুন বাজার মোড় থেকে শুরু হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক পথসভায় মিলিত হয়।

নবীগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান জুয়েলের সভাপতিত্বে ও খালেদ আহমেদ এবং সাবেল আহমেদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- সাহেদ আহমেদ, শামিম আহমেদ, শিপন চৌধুরী, মুঞ্জর উদ্দিন সোহেল, দ্বিপ, হুমায়ুন, সোহাগ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শাহিন মিয়া, লিটন, নয়ন, সাজ্জাত, মঞ্জু, মান্না, মছব্বীর, দুলন, কিলটন, সৌরভ, সাইফুল্লা, সুলেমান, সাগর, অন্তর, ফয়ছল, আমিন, চয়ন, সাজ্জাত, জাকির, সুহান, নাদিম, মাসুম, সমুজ, জাহির, সাকিব, নাজমুল, এলাইছ, জানু, মুহিত, তাহসিন, নোবেল প্রমুখ।

এ সময় সভাপতি ওয়াহিদুজ্জামান জুয়েল তার বক্তব্যে বলেন ‘বুয়েটের মতো একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী ছাত্রকে পিটিয়ে হত্যা করার মাধ্যমে ছাত্রলীগ নিজেদের সন্ত্রাসী সংগঠন হিসেবে আবারো প্রমাণিত করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আবরার ফাহাদ হত্যার তীব্র নিন্দা জানাই এবং এই হত্যার সঙ্গে যারা জড়িত সেসব হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শান্তি দিতে হবে।’

এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তি দাবি তুলে বলেন, ‘খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে ১৮ মাস যাবৎ মিথ্যা মামলায় আটক করে কারাগারে রাখা হয়েছে। অনতিবিলম্বে খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.