Sylhet Today 24 PRINT

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে প্রস্তুতি সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ অক্টোবর, ২০১৯

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় কমিউনিটি পুলিশিংডে-২০১৯ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ভিবূতী ভূষণ ব্যানার্জী।

এসময় আরও বক্তব্য রাখেন, এয়ারপোর্ট থানা পুলিশিং কমিটির সভাপতি আব্দুস সামাদ, খাদিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, এয়ারপোর্ট থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক এইচ এম এ মালিক ইমন, ইউনিয়ন পুলিশিং এর সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক সাবেক মেম্বার তারা মিয়া, খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দিন ইমরান, মহানগর ৪নং ওয়ার্ডের পুলিশিং কমিটির সভাপতি আজিজুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সত্তার, জেলা ট্রাকমালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমদ, সালুটিকর বাস মালিক সমিতির সভাপতি রিমাদ হোসেন রুবেল, মহানগর ৭নং ওয়ার্ডের পুলিশিং সভাপতি সৈয়দ বাহারুল ইসলাম রিপন, সেক্রেটারি মনিরুজ্জামান মনু, ইয়াংস্টার ক্লাবের সভাপতি মো. মতিউর রহমান, খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পুলিশিং কমিটির সদস্য মনির উদ্দিন কারিগর, ৮নং ওয়ার্ডের পুলিশিং কমিটির সদস্য ইন্তাজ আলী, ইঞ্জিনিয়ার আয়নাল মিয়া প্রমুখ।

এসময় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ২৬ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.