Sylhet Today 24 PRINT

তুহিন হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৮ অক্টোবর, ২০১৯

প্রতিপক্ষকে ফাঁসাতে দিরাইয়ে শিশু তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত সময়ে খুনিদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে কালের কণ্ঠ শুভসংঘ এই কর্মসূচি পালন করে।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, সংস্কৃতিকর্মী, শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশ নেন। বক্তারা দিরাইয়ে ইতোপূর্বে প্রতিপক্ষকে ফাঁসানোর যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সবগুলোর পুনতদন্তেরও দাবি জানান।

কালেরকণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক শামস শামীমের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, কমরেড অমরচান দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, এডভোকেট মো. বুরহান উদ্দিন, শিক্ষক শাহজাহান সিরাজ, সাহেরিন চৌধুরী মিশুক, সাংবাদিক শহিদ নূর আহমদ, সারোয়ার হোসেন, ছাত্র নেতা আসাদ মনি, ছাত্র নেতা নূরজাহান সাদেক নূরী প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামাল আহমেদ, হাসান আহমেদ, সাংবাদিক অরুণ চক্রবর্তী, রাজীব, মিল্লাত আহমেদ, প্রলয় দাস, সাকিবুল ইসলাম আরিফ, শাকিল আহমেদ, হীরা প্রমুখ।

উল্লেখ্য গত ১৫ অক্টোবর ভোররাতে দিরাই উপজেলার খেজাউড়া গ্রামের শিশু তুহিনকে বাবা চাচা মিলে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় বাবা ও দুই চাচাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এক চাচা ও চাচাতো ভাই হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.