Sylhet Today 24 PRINT

সিলেট সদর উপজেলায় প্রতিবন্ধীদের মধ্যে উপবৃত্তির চেক বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৯

সিলেট সদর উপজেলা পরিষদের সমাজসেবা অফিসের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সিলেট সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৫৪ জন প্রতিবন্ধী অসহায় দরিদ্র ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার হলরুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন, ইকরামুল কবির, বেবী রাণী ঘোষ, লিলা বেগম, সর্মিষ্টা চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, শিক্ষার মানোন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিগত যত সরকার ক্ষমতায় ছিল তারা শিক্ষার উন্নয়নে কোন কাজ করেনি। বর্তমান সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে দুর্নীতি মুক্ত রাখতে শিক্ষার্থীদের টাকা মোবাইলের মাধ্যমে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ডিজিটাল বাংলাদেশের সেবা এখন মানুষের দোরগোঁড়ায়। জননেত্রী শেখ হাসিনা সরকার সমাজের পিছিয়ে থাকা অনগ্রসর জাতিকে এগিয়ে নিতে ব্যাপক সহায়তা প্রদান করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.