Sylhet Today 24 PRINT

মহিলা কলেজ শাখায় পূবালী ব্যাংকের ৬০ বছরপূর্তি উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৭ নভেম্বর, ২০১৯

পূবালী ব্যাংক লিমিটেডের ৬০ বছরপূর্তি উদযাপন করেছে পূবালী ব্যাংকের মহিলা কলেজ শাখা, সিলেট। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১টায় ব্যাংকের শাখা কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুল হালিম চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হালিম চৌধুরী বলেন, পূবালী ব্যাংক অতীতের মত সবসময় সিলেটবাসীর পাশে থাকবে। গ্রাহক সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে পূবালী ব্যাংক সবসময় কাজ করবে। তিনি সুদীর্ঘ সময় ধরে যেসব গ্রাহক ব্যাংকের সঙ্গে আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, পূবালী ব্যাংক সবসময় সিলেটবাসীর পাশে আছে। যখনই সিলেটের উন্নয়নে ব্যাংকের সহযোগিতা চাওয়া হয়েছে, তা পেয়েছি। আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি পূবালী ব্যাংকের সাফল্য কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সহধর্মিণী রহিমা আক্তার চৌধুরী, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান জামিল, সিলেট মাতৃমঙ্গলের পরিচালক ডা. সুধাময় মজুমদার, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ডা. মো. আবু সালেহ খান প্রমুখ।

এছাড়া পূবালী ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মো. এরশাদুল হক, উপ-মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান খান, সিলেট পূর্বাঞ্চলের প্রধান উপ-মহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চলের প্রধান উপ-মহাব্যবস্থাপক সুকান্ত চন্দ্র বনিক, মহিলা কলেজ শাখার ব্যবস্থাপক জাকিয়া সুলতানাসহ ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান ও কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.