Sylhet Today 24 PRINT

প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণে গোয়াইনঘাটে আশার বৈঠক

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১২ নভেম্বর, ২০১৯

সিলেটের গোয়াইনঘাট উপজেলার আশা জাফলং শাখার উদ্যোগে দুই দিনব্যাপী প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে আশা জাফলং কার্যালয়ে দুই দিনব্যাপী এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

আশা জাফলং শাখার ম্যানেজার অশ্বিনী কুমারের সভাপতিত্বে ও শাখা শিক্ষা সুপারভাইজার এরশাদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা সিলেট বিভাগের শিক্ষা অফিসার হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ও ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম।

দুই দিনব্যাপী প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু ঝরে পড়া রোধে সরকারের পাশাপাশি এনজিও সংস্থাগুলোও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষায় তাদের ভূমিকাগুলো সফল ও জনবান্ধব। সরকারের পাশাপাশি এনজিও সংস্থাগুলো এসব জনকল্যাণ মূলক কার্যক্রমগুলো শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে সহায়ক হয়ে কাজ করছে। আশার এই উদ্যোগও তারই ধারাবাহিকতার অংশ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, পূর্ব জাফলং যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, সাংবাদিক রফিক সরকার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.