Sylhet Today 24 PRINT

কালেক্টরেট সহকারী সমিতির বিভাগীয় সম্মেলন সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৯

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, কালেক্টরেটের পদগুলোর মধ্যে কয়েকটা পদ ছাড়া বাকি পদগুলোর দায়িত্ব চালানোর মত দক্ষতা কালেকটরেট সহকারীরা ইতিমধ্যে অর্জন করেছেন। সমিতির সদস্যদের দাবি সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নয়নের দাবী বাস্তবায়িত হবে। কালেক্টরেট সহকারীরা যৌক্তিকতা সহকারে তাদের দাবীগুলো উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে পারলে সাফল্য অর্জন করতে পারবেন। এজন্য সবাইকে ধৈর্য্য ধারণ করতে হবে।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীগণের পদ-পদবী ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) সিলেট জেলার উদ্যোগে আয়োজিত সিলেট বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শনিবার (১৬ নভেম্বর) সকালে সিলেট নগরীর দরগাহ্ গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের সোলেমান হলে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) সিলেট জেলার উদ্যোগে এ সিলেট বিভাগীয় সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ মর্তুজ আলীর সভাপতিত্বে ও কার্যনির্বাহী কমিটির সদস্য ধ্রুব জ্যোতি দাসের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাকাসস সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. আলীমুজ্জামান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আকবর হোসেন, সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আনোয়ার হোসেন, বিভাগীয় কমিশনার মহোদয়ের একান্ত সচিব গোলাম মোস্তফা মুন্না, সমিতির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক রইস উদ্দিন, অতিরিক্ত মহাসচিব শরীফুল ইসলাম, বাকাসস হবিগঞ্জ জেলার সভাপতি আব্দুল কুদ্দুস, বাকাসস মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, বাকাসস সিলেট জেলার সভাপতি মো. কামরুজ্জামান, সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল উদ্দিন, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, বাকাসস সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বিজিত ভূষণ রায়।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়, সহ-সভাপতি সুযোগ চন্দ্র চন্দ্র।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, বাকাসস-এর সদস্য মুজিবুর রহমান ও বাংলায় অনুবাদ করেন বাকাসস –এর সদস্য মো. মাহফুজুর রহমান এবং গীতা পাঠ করেন বাকাসস সিলেট জেলার সহ-সভাপতি সজল চন্দ্র আচার্য। সম্মেলনে অতিথিদেরকে বরণ করেন, বাকাসস-এর অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মো. আজিম উদ্দিন, সদস্য আশরাফ আহমদ চৌধুরী, সদস্য অরুণ ভৌমিক সুদীপ।

সিলেট বিভাগীয় সম্মেলনে বক্তারা, প্রশাসন বিকেন্দ্রীকরণের পর মাঠ পর্যায়ে যে সকল ৩য় শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন করা হয়েছে তাদের বেতন স্কেল উন্নীতকরণে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.