Sylhet Today 24 PRINT

মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে: বিএমএসএফ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ ডিসেম্বর, ২০১৯

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে এ দেশের জনগণ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে পাক হানাদারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিযোদ্ধারা লড়াই করে দেশ স্বাধীন করেছেন। যার কারণে আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের কাজ করতে হবে।

বিএমএসএফ ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিজয়ের মাসের প্রথম দিনে রোববার সন্ধ্যায় সাভার ও আশুলিয়া থানা কমিটির উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাভার থানা কমিটির আহবায়ক কামরুজ্জামান।

বক্তব্য দেন বিএমএসএফ কেন্দ্রীয় সহ-সম্পাদক এস এম জীবন, কেন্দ্রীয় সদস্য এম এ আকরাম, কবির নেওয়াজ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নুর হোসেন, আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক মৃদুল ধর বাবন, সাখাওয়াত হোসেন, ইউসুফ আলী খান, শিফাত মাহমুদ ফাহিম প্রমুখ।

বিজয় মাসের প্রথম দিনে সাভারসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় বিএমএসএফ’র আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা ও মোমবাতি প্রজ্বলন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.