Sylhet Today 24 PRINT

জাফলং ভ্যালি স্কুলের প্রশংসায় কবীর চৌধুরী

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৭ ডিসেম্বর, ২০১৯

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের উদ্যোগে “একটি আবাসিক স্কুলের ধারণা” বিষয়ক সেমিনারে বক্তাগণ বলেন, শিক্ষার আলোয় দেশ আলোকিত করতে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষাঙ্গন এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে স্কুলের স্বপ্ন দ্রষ্টা হাফিজ মজুমদার এমপি জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল নামে একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান করেছেন।

বক্তাগণ সুন্দর পরিবেশে ভালো শিক্ষা অর্জনে আগামী বাংলাদেশের কর্ণধারকে পরিপূর্ণভাবে তৈরি করতে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলে লেখাপড়া করানোর আহবান জানান।

৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর টিলাগড়স্থ ইউসেপ ট্রেডিং ইন্সিটিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সেমিনার বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের পরিচালক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে সেমিনারে মূল আলোচকের বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ বিরিজ কিশোর ডরদ্বাজ। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন স্কুলের পরিচালক প্রখ্যাত শিক্ষাবিদ ড. কবীর চৌধুরী। বক্তব্য রাখেন স্কুলের পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী সাফওয়ান চৌধুরী।

স্কুলের ডিন মু. মুবিনুল হক চৌধুরীর পরিচালনায় সেমিনারে উন্মুক্ত আলোচনায় সুধীজন অংশ গ্রহণ করেন। বক্তাগণ আরও বলেন, শিক্ষার আলোর প্রদীপ তৈরিতে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল তার কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষা জীবনে সফলতা আনতে বোর্ডিং স্কুল অগ্রণী ভূমিকা পালন করে। তাই সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করতে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের বিকল্প নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.