Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দক্ষিণ সুরমায় নানা কর্মসূচি

সংবাদ বিজ্ঞপ্তি |  ১০ ডিসেম্বর, ২০১৯

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গত সোমবার দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‌্যালি পরবর্তী এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়ের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা প্রকৌশলী আফছর উদ্দিন,শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা ছমির উদ্দিন, পরিসংখ্যান অফিসার মোস্তফা মাহবুব ইফতেখার চৌধুরী, যুব উন্নয়ন অফিসার শফিউল ইসলাম, উপ-পরিবার পরিকল্পনা অফিসার তপন কান্তি ঘোষ, রাজা চৌধুরী হাইস্কুলের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায় প্রমুখ।

পরে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী।

এরআগে বেলা ১১টায় দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় এক মানববন্ধন, গণস্বাক্ষর অভিযান কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন, গণস্বাক্ষর অভিযান কর্মসূচিতে বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ সভাপতি সাংবাদিক হাজী এম. আহমদ আলী, সহ সভাপতি মাস্টার হাজী আব্দুল কাইয়ূম, সদস্য ও হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হাই, সদস্য জুবায়ের আহমদ, ডলি আক্তার, শিক্ষক ফুরকান উদ্দিন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন স্কাউটস সদস্য হিফতাউল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.