Sylhet Today 24 PRINT

রোটারি ক্লাব অব সিলেট সিটি’র সংবর্ধনা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ ডিসেম্বর, ২০১৯

রোটারি ডিসট্রিক্ট গভর্নর রোটারিয়ান লে.কর্নেল (অব.) অধ্যক্ষ এম আতাউর রহমান পীর বলেছেন, রোটারিয়ানরা সমাজ এবং মানুষের কল্যাণে কাজ করে। একটি সুন্দর সমাজ ও দেশ গঠনের স্বপ্নদ্রষ্টা রোটারিয়ানদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। এজন্য রোটারিয়ানদের নিজ নিজ অবস্থান থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। তাই তাদের সাথে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।

১৪ ডিসেম্বর শনিবার সকালে সিলেট শহরতলীর আখালিয়াস্থ সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে রোটারি ক্লাব অব সিলেট সিটি ও সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর যৌথ উদ্যোগে শিক্ষক সম্মাননা, শিক্ষা প্রণোদনা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য এসব কথা বলেন।

রোটারি ক্লাব অব সিলেট সিটি’র প্রেসিডেন্ট রোটা. একেএম কামারুজ্জামান মাছুম এর সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট রোটা. এস এ শফি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, ফাষ্টলেডি ফিরোজা রহমান, ডিসট্রিক্ট গভর্নর নমিনী রোটা. আবু ফয়েজ খান চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি রোটা. সেলিম খান, এসি. গভর্নর রোটা. ওয়াদুদ আল মামুন, ডিসট্রিক্ট ট্রেজারার রোটা. মিজানুর রহমান, ডিসট্রিক্ট কনফারেন্স চেয়ার রোটা. একেএম সামছুল হক দিপু, এসি. গভর্নর কামাল আহমদ, জোনাল সেক্রেটারি রোটা. সাব্বির আহমদ।

সংবর্ধিত অতিথি’র বক্তব্য রাখেন, অব. অধ্যক্ষ আনসারুন্নেছা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট আইডিয়াল কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফজাল সাদিক, সিলেট আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, রোটারি ক্লাব অব সিলেট সিটি’র ডাইরেক্ট অব ইন্টারন্যাশনাল সার্ভিস রোটা. আব্দুল হাসিব, রোটা. আনিসুর রহমান, ভাইস প্রেসিডেন্ট রোটা. আমিনুল ইসলাম, রোটা ক্লাব অব সিলেট কিনব্রিজ এর ফাস্ট-প্রেসিডেন্ট রোটা. আশরাফ খান পারভেজ। মোহাম্মদ আদিয়ান রহমান এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব সিলেট সিটি’র সেক্রেটারি মোঃ নুরুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি রোটারি ডিসট্রিক্ট গভর্নর রোটারিয়ান লে.কর্নেল (অব.) অধ্যক্ষ এম আতাউর রহমান পীর সংবর্ধিত অতিথি অব. অধ্যক্ষ আনসারুন্নেছা বেগম ক্রেস্ট ও উপহার প্রদান করেন।

পরে ডিসট্রিক্ট গভর্নর নমিনী রোটা. আবু ফয়েজ খান চৌধুরী মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা প্রণোদনা তুলে দেন এবং মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.