Sylhet Today 24 PRINT

সিলেটে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, কেন্দ্রীয় জাসাস নেতার নিন্দা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০১৯

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মীরা নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক ও মহানগর বিএনপির নেতা মনজুর হোসেন মজনু।

রোববার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত বার্তায় তিনি বলেন, বিএনপির অহিংসু আন্দোলনেও ভয় পায় এই সরকার। যার কারণে নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখতে চাইছে। বেগম খালেদা জিয়াকে অচিরেই মুক্তি দিতে হবে তা না হলে রাজপথের আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

তিনি মিছিল থেকে আটক ছাত্রদল নেতা দেবাশীষ দাশ গুপ্ত, আলী বাহার ও রাসেল আহমদ এর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী মিছিলকে কেন্দ্র করে ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় ২০ জনকে আসামি করে কোতোয়ালী থানার এসআই অঞ্জন কুমার দাস বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন। এছাড়াও জিন্দাবাজার থেকে আটক ছাত্রদল নেতা দেবাশীষ দাশ গুপ্ত, আলী বাহার ও রাসেল আহমদকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.