Sylhet Today 24 PRINT

মুক্তিযুদ্ধের মৌল চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাসদের

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ ডিসেম্বর, ২০১৯

মহান বিজয় দিবস উপলক্ষে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে একটি র‌্যালি বের হয়ে সহকারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সিলেট জেলা বাসদ সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় বিজয় দিবসের আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জুবায়ের আহমদ চৌধুরী সুমন, নাজিকুল ইসলাম রানা, পাপ্পু চন্দ, এম এ রউফ, আব্দুল ওয়াদুদ, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারি, মাহবুব হাওলদার, রুহিদ আহমদ, চা শ্রমিক ফেডারেশনের রত্না বশাক, বিজয় মোধি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় শর্মা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন- ১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু ৪৮ বছরের পুঁজিবাদী শাসনে মুক্তিযুদ্ধের অঙ্গিকার আজ ভূলন্ঠিত। বক্তারা মুক্তিযুদ্ধের মৌল চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.