Sylhet Today 24 PRINT

মণিপুরি মুসলিম স্টুডেন্টস এসোসিয়েশনের পুষ্পস্তবক অর্পণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ ডিসেম্বর, ২০১৯

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয়ের ৪৮ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বিজয় দিবসকে কেন্দ্র করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাতে র‍্যালি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ মনিপুরী মুসলিম(পাঙাল) স্টুডেন্টস এসোসিয়েশন অব মৌলভীবাজার।

বাংলাদেশ মনিপুরী মুসলিম(পাঙাল) স্টুডেন্টস এসোসিয়েশন অব মৌলভীবাজার এর সহ সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে র‌্যালিটি মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ কেন্দ্রীয় শহীদ মিয়ারে এসে শেষ হয়। র‌্যালি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

শহীদ মিনারে অর্পণ শেষে বক্তব্য দেন সহ সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিকা ইয়াসমিন সহ সংগঠনের সদস্য ইমরান ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিপুরী মুসলিম (পাঙাল) স্টুডেন্টস এসোসিয়েশন অব মৌলভীবাজারে সহ-সাধারণ সম্পাদক নাসরিন আক্তার , সহ-সাংগঠনিক সম্পাদক আমির আলী, কোষাধ্যক্ষ সালমা, দপ্তর সম্পাদক রোজিনা, সদস্য সচিব সোনিয়া রহমান, সহ সদস্য সচিব আব্দুল বাকি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুন্নাহার, আকরাম, রিনা, শামীমা, ফারজানা, ফারহানা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.