Sylhet Today 24 PRINT

নয়াসড়ক সমাজ কল্যাণ সংস্থার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ ডিসেম্বর, ২০১৯

মহান বিজয় দিবস উপলক্ষে নয়াসড়ক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৬ ডিসেম্বর সোমবার নগরী নয়াসড়কস্থ কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্থার উপদেষ্টা পরিষদের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মো. নজরুল হোসেন।

ক্রীড়া প্রতিযোগিতা কমিটির যুগ্ম আহবায়ক অচ্যুত ভট্টাচার্য’র সভাপতিত্বে ও নয়াসড়ক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি কামরুল হোসেন রাজীব’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহানার বেগম।

বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সুব্রত রঞ্জন সেন, আশরাফ হোসেন সাহেদ, মুফতি জুনেদ উদ্দিন, গোলাম জিলানী খান পাশা, ফখরুল ইসলাম বাবু, শাহিন আহমদ, সঞ্জিত কর।

মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইসমাইল আহমদ খোকন, কল্লোল জ্যোতি বিশ্বাস, বরকত মিয়া, রেজওয়ান আহমদ, আজিজুস সাকি, আবদুল হালিম ইমলাক, আব্দুল হামিদ সায়েম, রায়হান আহমদ, মিসবাহ উদ্দিন জুনেল, আব্দুল হামিদ টিটু, জায়েদ আহমদ, জুবেদ, তুহেল, তমাল, আন্দ্রিয়, নাহিয়ান, সুমন, রুহেল, ফুরকান, এম.এ মানিক সাঈদ, সাইদুর রহমান সাঈদ প্রমুখ সহ এলাকার যুব সমাজ।

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে আজ আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। পেয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের কাছে আমরা চিরঋণী। তাদেরকে যথাযথ সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তারা যুদ্ধভিত্তিক ইতিহাস জেনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.