Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শ্রদ্ধাঞ্জলি

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ ডিসেম্বর, ২০১৯

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মকসুদ হোসেন বলেছেন, ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানীর সামরিক বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। তিনি লাখো শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসে সবচেয়ে গৌরব উজ্জ্বল অধ্যায়। মহান মুক্তিযুদ্ধ আমাদেরকে ঐক্যবদ্ধ করেছিল। এক ও অভিন্ন লক্ষ্যে একটি দুর্নীতি ও শোষণমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় সর্বগ্রাসী দুর্নীতি আমাদের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ও যুব ফোরামের যৌথ উদ্যোগে জিন্দাবাজার পয়েন্টে সকাল সাড়ে ৯ টায় বিজয় র‍্যালি পূর্ব এক জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, বদরুল এইচ চৌধুরী এডভোকেট, সাবেক ছাত্রনেতা শেখ কবির আহমদ, কেন্দ্রীয় সদস্য কয়েছ আহমদ সাগর, আমীরুল হোসেন চৌধুরী আমনু, যুব নেতা সেলিম আহমদ মাহমুদ, সন্তোষ দেব, সদস্য এখলাছুর রহমান বাবুল, জিন্দাবাজারের রেস্টুরেন্ট ব্যবসায়ী হাজী টিপু সুলতান, বাংলাদেশ উপজেলা কোম্পানি কমান্ডার লিডিং ইউনিটের চীফ মোহাম্মদ শামসুর রহমান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সিনিয়র সহ-সভাপতি যুবনেতা ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমীন তাহমিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম দিদার, সাংগঠনিক সম্পাদক রিখন তালুকদার লিখন, কৃষি বিষয়ক সম্পাদক রতন তালুকদার, সমাজসেবা সম্পাদক সৈয়দ নূর আহমদ, দপ্তর সম্পাদক পরিতোষ তালুকদার জয়দেব, নাঈম চৌধুরী প্রমুখ।

পরে দুর্নীতি বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এক বিজয় র‍্যালি রাজপথ প্রদক্ষিণ করে সকাল ১০ ঘটিকার সময় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.