সিলেটটুডে ডেস্ক | ১৫ সেপ্টেম্বর, ২০১৫
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট অঞ্চলের সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন বি-২০২ এবং বঙ্গবন্ধু পরিষদ সিলেট ইউনিট’র সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস, জি এম অফিস, সিলেট কর্পোরেট শাখা, দরগাহগেইট কর্পোরেট শাখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর জিন্দবাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে ২০০১ সালে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু’র ‘ট্যরো কোঠা ও ম্যুরাল ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার আসামীদের আজ পর্যন্তশাস্তি না হওয়াতে ক্ষোভ প্রকাশ করা হয়। অবিলম্বে দোষী ব্যক্তিদের শান্তি প্রদানের লক্ষ্যে সমাবেশে বক্তাব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদ সিলেট ইউনিটের সভাপতি আখতারুল ইসলাম খান স্বপন, বি-২০২ এর সভপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক খালেদ আহমদ চৌধুরী।
এছাড়া এই বিক্ষোভ ও মিছিলের সাথে একত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, প্রিন্সিপল অফিসের ডিজিএম মো. আব্দুল মোমিন পাটোয়ারী, এজিএম সাইফুল্লাহ, শাহ আলম, জয়নুল আবেদীন ও আবুল হোসেন, স্বাধীনতা ব্যাংক অফিসার পরিষদের সাধারণ সম্পাদক মিহির কান্তি ভট্টাচার্য্য প্রমুখ।